বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ১৯২ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব-৬। এসময় ২টি সীম কার্ড সহ ১টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। আটক মাদক কারবারীর নাম মোঃ মাহমুদ ঢালী (৫০)।
শনিবার (২৬ জুন) সাড়ে ১২ টার সময় তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে র্যাব-৬ এর একটি অভিযানিক টিম ফকিরহাট টু গৌরম্ভা পাকা
রাস্তায় অভিযান চালিয়ে মোঃ মাহমুদ ঢালীকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ১৯২ পিস ইয়াবা, ১ টি বাটন মোবাইল ফোন এবং ২ টি সীম কার্ড জব্দ করে।
আটককৃত মোঃ মাহমুদ ঢালীর বিরুদ্ধে ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ
করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়।
আপনার মতামত লিখুন :