বান্দরবানের রুমা-থানচি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ের জঙ্গলে পড়ে থাকা গুলিবিদ্ধ ২টি লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাকলাই এলাকায় পাহাড়ের জঙ্গলে পোশাক পরিহিত দুটি লাশ দেখতে পেয়ে লোকজন আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করেন। লাশগুলো পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যের বলে ধারণা করা হচ্ছে।
থানচি থানার ওসি মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, থানচি বাকলাই সড়ক এলাকায় পাহাড়ের জঙ্গলে পোশাক পরিহিত দুটি লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলটি রুমা উপজেলায় তবে থানচির পার্শ্ববর্তী হওয়ায় ঘটনাস্থলে থানচি পুলিশ গেছে।
আপনার মতামত লিখুন :