বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১


মোঃ হেলাল উদ্দিন, বান্দরবান প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৪, ৯:৩১ অপরাহ্ন /
বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বান্দরবানের রুমা উপজেলায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আবু সালেহ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে।

জানা গেছে, নিহত মো. আবু সালেহ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া গ্রামের মিয়া হোসেন ছেলে।

এ ঘটনায় আহত মো.আজাদ ( ৩৯) একই এলাকার মৃত হাজি আবদুল মিয়ার ছেলে।

সোমবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে রুমা মুনলাই পাড়ার এলাকায় কিছুক্ষণ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, বান্দরবানের বগালেক থেকে বাড়ির দিকে ফিরছিলেন মোটরসাইকেল আরোহীরা। এ সময় মুনলাই পাড়া এলাকায় কিছুক্ষণ রেস্টুরেন্টের সামনে পৌছালে বগালেকগামী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘে হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুইজনকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্ কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আজাদকে (৩৯) বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে রহিম নামে ট্রাক চালক পালিয়ে যান।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান বলেন, ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘে নিহত ব্যক্তিকে রুমা সদর হাসপাতালে রাখা হয়েছে। আত্মীয়-স্বজনরা নিতে আসলে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।