বালিয়াডাঙ্গী ইউএনও’র নামে টাকা দাবীর অভিযোগ


মোঃ কায়সার রেজা লাবণ্য, ঠাকুরগাঁও প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ন / ১০৯
বালিয়াডাঙ্গী ইউএনও’র নামে টাকা দাবীর অভিযোগ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিজের নাম ভাঙ্গিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ যোবায়ের হোসেন৷

বুধবার (২৩ ডিসেম্বর) তিনি নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাসটি দেন ৷ স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলঃ সম্মানিত বালিয়াডাঙ্গীবাসী, আসসালামু আলাইকুম। একটি প্রতারক চক্র ইউএনও’র নাম করে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে বিভিন্ন মাধ্যমে অবগত হয়েছি (প্রতারকের নাম্বারঃ ০১৯১০-৫৪১৯৩৯)। আমি আপনাদের নিশ্চিত করছি, ইউএনও বা তার পক্ষে কখনোই কোন টাকা চাওয়া হয় না। দয়া করে আমার পক্ষ থেকে কেউ সশরীরে বা মোবাইলে টাকা চাইলে আপনারা কাউকে কোন টাকা দিবেন না। উল্লেখিত মোবাইল নাম্বার পুলিশকে দেওয়া হয়েছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক ও সচেতন থাকার জন্য অনুরোধ করছি। এবং টাকা চাওয়ার কোন ঘটনা জানতে পারলে তাৎক্ষণিকভাবে আমাকে বা থানায় জানানোর জন্যও অনুরোধ করছি।

উল্লেখিত নাম্বারে আমাদের প্রতিনিধি কল দিলে তিনি বলেন, আমি কোন ব্যক্তির কাছে টাকা চাইনি আর আমি এ বিষয়ে কিছুই জানিনা৷ তবে আমার নাম্বার ক্লোন করে এমন কাজ কেউ করতে পারে ৷

তার ঠিকানা জানতে চাওয়া হলে তিনি বলেন, তার বাসা বরিশাল ৷

এ বিষয়ে জানতে বালিয়াডাঙ্গী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধানকে কল দেওয়া হলে তিনি ব্যস্ত আছেন বলেন এবং ১০ মিনিট পরে কল দিতে বলেন, কিন্তু পরে কল দেওয়া হলে তিনি আর কল রিসিভ করেননি ৷

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ যোবায়ের হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঐ নাম্বারটি দিয়েই বিভিন্ন জায়গায় টাকা দাবী করা হয়েছে এবং ঐ ব্যক্তি ঢাকার বাসিন্দা ৷ আমি নাম্বারটি থানায় দিয়েছি কিন্তু এখনো কোনো ডায়েরী করিনি, তবে আজ ডায়েরী করবো।