যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেইসব শ্রেষ্ঠ বীর সেনাদের শ্রদ্ধার সাথে স্বরণ করছে বাংলার প্রতিটি নাগরিক। বাংলার প্রতি প্রান্তে চলছে বিজয়োল্লাস। সেই উল্লাস-উৎসবে পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনও। বাংলার দামাল ছেলে ক্রিকেটারাও বীরসেনানীদের স্বরণ করছে নানা মাধ্যমে।
সাকিব আল হাসান ফেসবুকে লিখেন, ‘১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকের দিনেই বিশ্ব মানচিত্রে আমরা পেয়েছিলাম স্থান। পৃথিবী জেনেছিল আমাদের নতুন পরিচয়। বিজয় দিবসের এই মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পরম আরাধ্য এই বিজয় আনতে শেষ রক্তবিন্দুতে লড়ে যাওয়া প্রত্যেক সূর্যসন্তানকে। সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেন, ‘১৯৭১ সালের আজকের এ দিনেই লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ, এ দেশের মানুষ মুক্তি পায় পরাধীনতার শিকল থেকে। যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজ লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে পেরেছি তাদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি।সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম লিখেন, ‘মাঠে আমরা জয় পাই। উৎসব করি। কিন্তু এটা সম্ভব হতো না যদি না এই দিনটা আসতো। ১৬ ডিসেম্বর, ১৯৭১। আমি প্রতিটি বল মোকাবিলা করার সময়, রান নেয়ার সময় গর্ব বোধ করি কারণ আমি আমার দেশের প্রতিনিধিত্ব করছি। গর্ব নিয়ে নিজ দেশের পতাকা উড়াতে পারি, বলতে পারি আমি গর্বিত বাংলাদেশী । মাতৃভূমির বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা । সকল মুক্তিযোদ্ধাকে সশ্রদ্ধ সালাম।‘
জাতীয় দলের পেসার রুবেল হোসেন লিখেন, ‘আজ ১৬’ই ডিসেম্বর মহান বিজয় দিবস।বাঙালি জাতির অহংকার।এ দেশ আমার গর্ব- এ বিজয় আমার প্রেরণা।যাদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা তাদের তরে জানাই হাজারও বিনম্র শ্রদ্ধা এবং সালাম।’
ইমরুল কায়েস লিখেন, ‘জীবন দিয়ে যুদ্ধ করে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়। যতদিন পৃথিবীর বুকে বাংলাদেশ থাকবে, বাঙালি জাতি থাকবে ততদিন এই দিনটির গুরুত্ব ও সম্মান অক্ষুণ্ন থাকবে।’
সাব্বির রহমান স্যালুট দিয়ে জানিয়েছেন, ‘আজ ১৬ ডিসেম্বর,মহান বিজয় দিবস। হে আমার জন্মভূমি তোমার তরে সহস্র শ্রদ্ধা। সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
আপনার মতামত লিখুন :