বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে পাকিস্তান


আন্তর্জাতিক ডেস্ক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২১, ৭:৩৯ পূর্বাহ্ন / ২৯৮
বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে পাকিস্তান

পাকিস্তানে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। পুরো দেশ অন্ধকারে। দেশটির প্রথম সারির সংবাদপত্র ডন জানায়, শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে প্রায় একাধিক শহরে একইসঙ্গে বিদ্যুৎ চলে যায়। ব্ল্যাকআউটের মুখে পড়ে করাচি, রাওয়ালপিণ্ডি, লাহোর, ইসলামাবাদ, মুলতানসহ একাধিক শহর। পাক-অধিকৃত কাশ্মীরেও অন্ধকার নেমে আসে। মোবাইল ও ইন্টারনেট সহ সব ধরনের জরুরি পরিষেবা ব্যাহত হয়।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শফাকত টুইটবার্তায় জানিয়েছেন, ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ কোম্পানির (এনটিডিসি) বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়ে পুরো পাকিস্তানে অন্ধকার নেমে এসেছে। তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুক্ষণ সময় লাগবে।’

পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী ওমর আয়ুব খান জানান, ‘হঠাৎ বিদ্যুৎ বণ্টন পরিষেবার ফ্রিকোয়েন্সি একধাক্কায় পঞ্চাশ থেকে শূন্যে পড়ে যাওয়ায় অন্ধকারে ডুবে গেছে পাকিস্তান।’

সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ভোরের দিক থেকে বিভিন্ন শহরে ধাপে ধাপে বিদ্যাৎ পরিষেবা ফিরছে। কিন্তু পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়।