বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ নেতার এবি পার্টিতে যোগদান


Array প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২১, ৯:৫৩ পূর্বাহ্ন / ৫৮৫
বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ নেতার এবি পার্টিতে যোগদান

দলের নীতি ও আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে এবি পার্টিতে যোগ দিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অন্তত ২৫ জন নেতা।

এ উপলক্ষে সোমবার (৮ফেব্রুয়ারী) বিকেল ৪টায় ঢাকার বিজয়নগরে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, গণ অভ্যুত্থানের জন্য দরকার অধিকারের প্রশ্নে গণঐক্য। মত, পথ ও দলের ভিন্নতা থাকার পরও জালেমের বিরুদ্ধে সকল মজলুমের এক দাবিতে কাজ করার সিদ্ধান্ত নিলেই গণঐক্য সম্ভব।

পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্ব ও যুগ্ম সদস্য সচিব বিএম নাজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ড. দিলারা চৌধুরী।

যোগদান করা নেতাদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কলামিস্ট ও নারী অধিকার নেত্রী রুবী আমাতুল্লাহ, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবু হেনা মো. এরশাদ হোসেন সাজু, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, সহকারী সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, আনোয়ার সাদাত টুটুল, এএফ ওবাইদুল্লাহ মামুন, শাহ আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার মো. লোকমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি।

প্রফেসর ড. দিলারা চৌধুরী বলেন, অপ রাজনীতির কারণে দেশের গণতন্ত্র, সংবিধান, বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে অনেক আগেই। এখন দেখা যাচ্ছে জাতীয় ঐক্যের প্রতিক অন্যান্য প্রতিষ্ঠানও কলুষিত হবার পথে। রাজনীতির নামে চলছে ব্যবসা। দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। এখান থেকে পরিত্রাণ পেতে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। একটি নবগঠিত রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।

বিশেষ অতিথি নারী নেত্রী ও মানবাধিকার কর্মী রুবী আমাতুল্লাহ বলেন, ‘সবার উপরে রাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দিয়ে এবং পার্টিকে গণতান্ত্রিক উপায়ে চালালে ভবিষ্যতে দলটি নিঃসন্দেহে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।’

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, ‘রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য সংগ্রাম। এবি পার্টি সেই সংগ্রাম সফল করে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।’

অনুষ্ঠানে এবি পার্টির নীতি কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন জামায়াতের ঢাকা মহানগর শ্রমিক নেতা মো. আনোয়ার হোসেন (আনোয়ার ফারুক), বিএনপি নেতা ব্রাক্ষণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম তারেক, জামায়াতে ইসলামী কদমতলী থানার সাবেক নায়েবে আমীর আনোয়ার হোসেন, নিউমার্কেট থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মোতাহের হোসেন, বেলকুচি থানা ছাত্রদলের সাবেক সেক্রেটারি ও বিএনপি নেতা শাহাদাত হোসেন, সাবেক ছাত্রনেতা বিবর্তন ফাউন্ডেশনের সদস্য মো. কেফায়েত হোসেন তানভীর, সাবেক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা গ্লোবাল ইউনিভার্সিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ মহিব, নারী সংগঠক ইভানা শাহীন, ছাত্রশিবির ঢাকা মহানগরীর সাবেক ছাত্র কল্যাণ সম্পাদক ওমর ফারুক, জাসদ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক তানভির আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রমিক নেতা মাইনুদ্দিন পাটোয়ারি, সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মো. জামাল হোসেন, ৫৭ নং ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি মো. নূরনবী, সমাজ সেবক হারুন অর রশীদ, সাবেক জামায়াত নেতা ও ছাত্রশিবির মহানগরী উত্তরের সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল মান্নান, সাবেক বিএনপি নেতা এনামুল হক, নারী অধিকার কর্মী তানজিমা রায়হান, সমাজকর্মী কাজল মিয়া, বাংলাদেশ ছাত্র কল্যাণ পার্টির সাবেক সভাপতি মো. ওমর ফারুক, যুবনেতা সায়মান খাঁন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মনিরুল ইসলাম, সমাজকর্মী মেসবাহ উদ্দিন, রাশেদুল ইসলাম, সাবেক শিবির নেতা মো. কামরুজ্জামান সৈকত, বাকী বিল্লাহ, মো: নূরুল করিম, মো: পিপলু।