বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন


গাইবান্ধা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন /
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননী একদিন ধরে অনশন করছেন। এদিকে প্রেমিক রাসেল সরকার ও তার পরিবার ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছেন।

জানা গেছে, পাঁচ বছর পূর্বে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পূর্বে হতেই উপজেলার মুক্তিনগর ইউনিয়নের পুটিমারি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাসেল সরকারের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। সম্প্রতি তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে লোক চক্ষুর আড়ালে রাসেল তাকে ধর্ষণ করে আসছিল।

এরই একপর্যায়ে রাসেলকে ওই নারীর শ্বশুরবাড়ির লোকজন ধরে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় স্বামী নাজের বেপারী সন্তানকে নিজের কাছে রেখে ওই নারীকে তালাক দেন।

এদিকে, সাঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত রাসেলকে জেল হাজতে প্রেরণ করে।

রাসেল জামিনে বের হয়ে বাড়িতে আসলে ওই নারীর লোকজন রাসেলকে বিয়ে করার চাপ প্রয়োগ করেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল থেকে বিয়ের দাবিতে ভুক্তভোগী নারী রাসেলের বাড়ির উঠানে অনশন করছেন। আর রাসেল সরকার ও তার পরিবার ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে।

ভুক্তভোগী নারী বলেন, আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে ধর্ষণ করে আসছিল রাসেল সরকার।

মুক্তিনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য পরিমল চন্দ্র বর্মন বলেন, রাসেলরা বাড়িতে না থাকায় রাতে আমি ওই নারীকে রাসেলের চাচার বাসায় রেখে এসেছি। সকালে আবার সে রাসেলের দরজার সামনে এসে বসেছে। তাদের ব্যাপারে পরিবারের সাথে আলোচনা চলছে।