বিরামপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা


আব্দুর রউফ সোহেল, বিরামপুর (দিনাজপুর) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২১, ১:১৬ অপরাহ্ন / ২০০
বিরামপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

দিনাজপুরের বিরামপুরে আসন্ন ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজুর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সঞ্চলনায় প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, বিরামপুর সরকারি কলেজ অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজ অধ্যক্ষ শিশির কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শ্রী: শিবেশ কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, বিরামপুর মহিলা কলেজ উপাধ্যক্ষ মেজবাউল ইসলাম, বিরামপুর প্রেসক্লাব সভাপতি শাহিনুর আলম, সাধারণ সম্পাদক মশিহুর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মৃত্যুঞ্জয় কুন্ডু স্বদেশসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।