দিনাজপুরের বিরামপুরে আসন্ন ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজুর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সঞ্চলনায় প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, বিরামপুর সরকারি কলেজ অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজ অধ্যক্ষ শিশির কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শ্রী: শিবেশ কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, বিরামপুর মহিলা কলেজ উপাধ্যক্ষ মেজবাউল ইসলাম, বিরামপুর প্রেসক্লাব সভাপতি শাহিনুর আলম, সাধারণ সম্পাদক মশিহুর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মৃত্যুঞ্জয় কুন্ডু স্বদেশসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
আপনার মতামত লিখুন :