বিরামপুরে দুই মাদকসেবীকে জেল জরিমানা 


আব্দুর রউফ সোহেল, বিরামপুর (দিনাজপুর) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২১, ৬:৩১ পূর্বাহ্ন / ৫৯২
বিরামপুরে দুই মাদকসেবীকে জেল জরিমানা 

দিনাজপুরের বিরামপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে বিরামপুর পুরাতন জেলখানা এলাকা থেকে ২ মাদকসেবীকে আটক করেছেন।

আটকদের একজন হলেন, ইসলামপাড়া এলাকার মৃত আনোয়ারের ছেলে মো. আকরাম আলী (৪০)। তাকে গাঁজা সেবনের সময় আটক করা হয়। তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে।

অপর জন শান্তি মোড় এলাকার শাহী মমতাজ আলীর ছেলে মো. হাশেম আলী (৩২)। তার কাছ থেকে একটি বেপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম।

মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী আটককৃতদের নগদ ১’শ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মামলা নং- ২১৮ ও ২১৯।

আটক আসামীদের দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।