বিরামপুরে ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটক : নগদ টাকা জব্দ


আব্দুর রউফ সোহেল, বিরামপুর (দিনাজপুর) প্রকাশের সময় : জুন ২৯, ২০২১, ৮:২৭ পূর্বাহ্ন / ১৮৩
বিরামপুরে ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটক : নগদ টাকা জব্দ

দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়িতে ফেন্সিডিল বিক্রির অভিযোগে পুলিশ আতিয়ার রহমান ও লাভলী বেগম নামের এক দম্পতিকে আটক করেছে।

এ ঘটনায় ওই দম্পতির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

সোমবার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের নিজ বাড়ি থেকে আতিয়ার রহমান (৩৫) ও তার স্ত্রী লাভলী বেগম (২৮) কে আটক করা হয়।

আতিয়ার রহমান ওই গ্রামের আজিজুল মিস্ত্রির ছেলে।

বিরামপুর থানার এসআই নূর আলম সিদ্দিক জানান, আতিয়ার রহমান ও তার স্ত্রী দীর্ঘদিন থেকে নিজ বাড়িতে ফেন্সিডিল বিক্রি করে আসছেন এমন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় বাড়িটি ঘিরে ফেলে পুলিশ।

পরে সঙ্গীয় নারী পুলিশকে নিয়ে বাড়িটি তল্লাশি করা হয়।

এসময় আতিয়ার ফেন্সিডিল ভর্তি একটি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টাকালে হাতেনাতে আটক করা হয়।

পরে তার স্ত্রী লাভলী বেগমের দেহ তল্লাশি করে শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১০ বোতল ফেন্সিডিল এবং আতিয়ারের কোমরে থাকা ৭০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।

বিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজ বাড়িতে ফেন্সিডিল ক্রয়

বিক্রয়ের অভিযোগে আতিয়ার রহমান ও লাভলী বেগম নামের এক দম্পতিকে আটক করা হয়েছে।

তাদের শরীর এবং ব্যাগে থাকা ৩৫ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বিক্রয়ের নগদ ৭০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ওই দম্পতির নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়ের করা হয়েছে।