দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার নিজস্ব অর্থায়নে পানি নিষ্কাশনে অযোগ্য পুরাতন ড্রেনগুলো পুনরায় সংষ্কার করার কাজ শুরু করেছে মেয়র অধ্যক্ষ আককাস আলী।
সোমবার (২৮জুন) সরজমিনে গিয়ে দেখা যায়, পৌর শহরের বিরামপুর হাই স্কুল মাঠ সংলগ্ন, কলেজপাড়া, নতুন বাজার, ইসলামপাড়া সহ বিভিন্ন জায়গায় পুরোদমে ড্রেন সংষ্কার কাজ চলছে।
জানতে চাইলে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, বর্তমান পৌর পরিষদ এই পৌরসভাকে একটি আধুনিক শহর
হিসেবে গড়ে তুলতে চায়।
পৌরসভার বসবাসরত মানুষের চাহিদা হচ্ছে লাইটিং, রাস্তা-ঘাট, ড্রেন নির্মাণ, সংষ্কার ও পরিষ্কার পরিছন্নতা।
এ গুলোকে প্রাধান্য দিয়ে পর্যায়ক্রমে পৌর এলাকায় সব স্থানেই উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও করা হবে।
তিনি আরো বলেন,পৌরসভার রাস্তা-ঘাট,ড্রেন রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিছন্নতা রাখতে পৌরবাসীকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই শহর আপনার আমার সকলের।
আসুন আমরা সবাই মিলে এই শহরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ভাবে গড়ে তুলি।
Leave a Reply