দিনাজপুরের প্রথম শ্রেণীর বিরামপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র অধ্যক্ষ আক্কাস আলী ও কাউন্সিলরবৃন্দ পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছেন৷
রবিবার (১৪ ফেব্রুয়ারী) দায়িত্বভার গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক, নব নির্বাচিত মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বিরামপুর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নারু গোপাল কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, বিরামপুর মহিলা কলেজ উপাধ্যক্ষ মেজবাউল হক, পৌর সচিব সেরাফুল ইসলাম প্রমূখ৷
আপনার মতামত লিখুন :