বিশ্বনাথে কিশোর সাইম নিহতের বিচারের দাবীতে মানববন্ধন


বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৪, ১০:৩০ অপরাহ্ন /
বিশ্বনাথে কিশোর সাইম নিহতের বিচারের দাবীতে মানববন্ধন

সিলেটের বিশ্বনাথ উপজেলার জানাইয়া নোয়াগাঁও গ্রামের নিজাম উদ্দিনের পুত্র সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রাহি আহমদ সাইম নিহতের সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন পালন করেছে স্কুলের শিক্ষার্থীরা।

সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সাইম নিহতের ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে ঘটনার রহস্য উন্মোচন সহ দোষীদের সনাক্ত করে দ্রুত বিচারের দাবী জানান।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম জাহাঙ্গীর, নবম শ্রেণির ছাত্র ইকবাল উদ্দিন, নিহতের বড় ভাই সাইফ উদ্দিন, বাবা নিজাম উদ্দিন ও তোয়াব আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, নিহত সাইম এর মা রত্না বেগম, জামাল উদ্দিন, তারেক বিন রমজান, ইকবাল, খালেদ, রাসেল সহ স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ১৭ বছর বয়সী কিশোর সাইম আহমদের লাশ উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ। এই ঘটনায় ৬ জনকে আসামি করে শুক্রবার (২৯ নভেম্বর) একটি হত্যা মামলা দায়ের করেছে তার পরিবার।

মামলায় আসামীরা হলেন, জানাইয়া নোয়াগাঁও গ্রামের মৃত হাজী তৈমুছ আলীর ছেলে তাহির মিয়া (৩৭), তাহির মিয়ার বোন নিলুফা বেগম (৩৪), স্ত্রী রুবিনা বেগম (৩০) এবং ছেলে তারেক আহমদ (১৫)। এছাড়া আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।