যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুন) সকালে বেনাপোল দিঘীরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের জামাত আলী মোড়লের ছেলে জামাল মোড়ল কুশই (৪৩), একই এলাকার নারায়ন বিশ্বাসের ছেলে সত্যজিত বিশ্বাস (৩০) ও মৃতঃ রওশন আলীর ছেলে ইদ্রিস আলী (৪০)।
পুলিশ জানায়, মাদক পাচারকারীরা মাদকের একটি চালান নিয়ে বেনাপোল দিঘীরপাড় গ্রামস্থ বাইপাস সড়কের তিন রাস্তার
মুখে পাকা রাস্তার উপর অবস্থান করছে- এমন গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ তাদের আটক করে।
বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ মামুন খান জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালত পাঠানো হয়েছে।
Leave a Reply