বোয়ালখালীতে পুকুরে বিলীন হচ্ছে সড়ক


সংবাদদাতা, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রকাশের সময় : জুন ২০, ২০২১, ২:৩৩ অপরাহ্ন / ১৫১
বোয়ালখালীতে পুকুরে বিলীন হচ্ছে সড়ক
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইমামুল্লার চর গ্রামের প্রবেশ মুখের মূল সড়কটি ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে।
ইমামুল্লার চর সড়কের প্রবেশমুখে সড়কের পার্শ্বে থাকা পুকুরের ভাঙ্গনে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে সড়কটি।
সংকুচিত হতে হতে সড়কটি এখন প্রায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, পুকুরটি বোয়ালখালীর একজন ধনী ও প্রভাবশালীর মালিকানাধীন।
পুকুরের অন্য পাড়গুলো ভরাট-সংস্কার করা হলেও অজানা কারণে সড়কের পার্শ্বস্থ পাড়টি সংস্কার বা ভরাট কোনটি করা হয়না।
ফলে, বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় রোপণ করা প্রায় ১৫-২০ টি মেহগনি গাছ পুকুরের পাড় (যার উপর বর্তমান মূল সড়ক টিকে রয়েছে) সহ ভেঙ্গে পুকুরে বিলীন হয়ে গেছে।
এই গ্রামে প্রায় ২ শত পরিবার ও কম-বেশি ১৫ শত লোকের বসবাস।
এই সড়কটি বিলীন হয়ে গেলে এলাকাবাসীর যাতায়াত বন্ধ হয়ে যাবে।
তাই এলাকাবাসী স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদ জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও ইউপি প্রতিনিধিদের সহযোগিতায় সড়কটি বিলীন হওয়ার হাত থেকে রক্ষা পাবে বলে আশা করছেন।