চট্টগ্রামের বোয়ালখালীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৩ ফেব্রুয়ারি) শ্বশুর জমির উদ্দিনকে (৫৫) আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম।
জমির উপজেলার পূর্ব কালুরঘাট কামাল মেম্বারের বাড়ির মৃত আবদুস সালামের ছেলে।
ওসি বলেন, গত মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করলে রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত ২৬ জানুয়ারি ঘরে একা পেয়ে পুত্রবধূকে ধর্ষণ করেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জমির। ঘটনার আগের দিন বাদীর স্বামী গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশে যায়।
আপনার মতামত লিখুন :