বোয়ালখালী উপজেলা থেকে গ্যাস নিতে আসা অটোরিক্সা গুলোকে অযথা মামলা ও টু করার প্রতিবাদে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন-১৪৪১ মানববন্ধন কর্মসূচী পালন করে।
মঙ্গলবার (২৫ মে) সকাল ১০ঘটিকার সময় চান্দগাঁও থানার বাহির সিগনেল এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অটোরিক্সা চালক ও মালিক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা ও অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
সঞ্চালনায় ছিলেন কাপ্তাই রাস্তার মাথা শাখা সেক্রেটারী আবুল হোসেন।
বক্তব্য রাখেন ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, কেন্দ্রীয় নেতা হাসান মোল্লা, বোয়ালখালী শাখা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
বোয়ালখালী-চান্দগাঁও সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক ভুট্টু হাওলাদার, সদস্য সচিব মো: মামুন, বাসটার্মিনাল শাখা সভাপতি মো: ইউসুফ।
নোয়াপাড়া শাখা সাধারণ সম্পাদক মো: আমজাদ, যুগ্ম সম্পাদক সাহেদ রানা ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফর প্রমুখ।
সভাপতির বক্তব্যে হারুনুর রশীদ বলেন, বোয়ালখালী উপজেলায় কোন গ্যাস পাম্প নেই। ফলে অটোরিকশা গুলো বোয়ালখালীর নিকটবর্তী মেট্টো এলাকায় কয়েকটি গ্যাস পাম্প এ এসে গ্যাস নিয়ে তারা দীর্ঘদিন থেকে গাড়ী চালিয়ে আসছে। ইদানিং সিএনজি চালিত অটোরিকশা গুলো গ্যাস নেয়ার জন্য কালুরঘাট ব্রীজ পার হলেই সার্জেন্টরা মামলা ও টু করার মাধ্যমে হয়রানী করে।
তিনি আরো বলেন, লকডাউনে যখন চালকরা দিশেহারা, ঠিক তখনই ট্রাফিক পুলিশের হয়রানীতে চালকদের গাড়ী চালানো
বন্ধের পথে।
হয়রানী বন্ধ করে আগের মতো গ্যাস সুবিধা ও যাত্রী সেবা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের প্রতি আহবান জানান তিনি
আগামী ৩জুন একই দাবীতে পুলিশ কমিশানর ও ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার বরাবের স্মারকলিপি প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন :