ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট নির্বাহী সভাপতি বাবু সুবাস সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহযোগী অধ্যাপক রবীন কুমার লস্কর, প্রভাষক অসীত কুমার মিত্র প্রমুখ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী’র চরণে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ পূজা উদযাপন হয়েছে।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতিবছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এই পূজায় মনোযোগী হয়।
আপনার মতামত লিখুন :