ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনা আক্রান্ত হয়ে নাজমা বেগম (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে।
তিনি পৌরসভার আধারকোঠা গ্রামের আক্কাস আলীর স্ত্রী।
রবিবার (২১ জুন) রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমার মৃত্যু হয়।
জানা যায়, নাজমা বেগমের করোনা উপসর্গ দেখা দেওয়ায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্ট করানো হয়। এন্টিজেন টেস্টে তার করোনা পজিটিভ আসে। শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
আপনার মতামত লিখুন :