ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের সোহাগ শেখের স্ত্রী রনি সুলতানা (২৩) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে। সোহাগ শেখ পেশায় মিল শ্রমিক।
জানা যায়, কমলেশ্বরদী গ্রামের মনির উদ্দিন শেখের মেয়ে রনি সুলতানার দুই বছর আগে বিয়ে হয় একই গ্রামের শুকুর শেখের ছেলে সোহাগ শেখের সাথে। পারিবারিক কলহের জের ধরে রবিবার (১৩ ডিসেম্বর) ভোরে নিজ বসত ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় গৃহবধূর চাচা মো. মোশাররফ হোসেন বাদি হয়ে থানায় ইউডি মামলা করেছেন। মামলা নম্বর ৪৩।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই ওহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে।
আপনার মতামত লিখুন :