ফরিদপুর জেলার বোয়ালমারীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা করেছেন ওই পুত্রবধূ।
শনিবার (১৯ জুন) রাতে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলাটি করা হলে অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করে রবিবার আদালতে পাঠানো হয়েছে।
ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের গাছ ব্যবসায়ী ওই ব্যক্তি তার পুত্রবধূকে বিয়ের পর
থেকেই বিভিন্ন সময় আপত্তিকর প্রস্তাব দিতেন। এনিয়ে মাঝেমধ্যে পারিবারিক কলহ দেখা দিত।
সর্বশেষ, বাড়িতে কেউ না থাকার সুযোগে গত ১২ জুন রাত ১০টার দিকে শ্বশুর তার পুত্রবধূকে ধর্ষণ করেন।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply