বোয়ালমারীতে পৌর নির্বাচন উপলক্ষে আ’লীগের পথসভা


মোঃ রেজাউল করিম( রেজা), ফরিদপুর প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ন / ২৬২
বোয়ালমারীতে পৌর নির্বাচন উপলক্ষে আ’লীগের পথসভা

ফরিদপুরের বোয়ালমারীতে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার (৮ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ছয়টায় পুরাতন বাসস্ট্যান্ডে এবং রাত সাড়ে আটটায় ছোলনা রেলগেট এলাকায় আ’লীগের দুটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উভয় পথসভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।

বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. লিয়াকত সিকদার ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল।

আওয়ামীলীগ আয়োজিত প্রথম পথসভা কামরুল ইসলামের পরিচালনায় সন্ধ্যা সাড়ে ছয়টায় পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়।এতে বোয়ালমারী জর্জ একাডেমির সাবেক সহকারী শিক্ষক মো. লাল মিয়া সভাপতিত্ব করেন।

রাত নয়টায় ছোলনা চুন্নু বিশ্বাসের বাড়ি সংলগ্ন রেলগেট স্থানে অনুষ্ঠিত দ্বিতীয় পথসভায় সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আ. রশীদ শেখ।

পথসভায় প্রধান অতিথি এম এম মোশাররফ হোসেন বলেন, দলের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমরা পৌরবাসীর ভাগ্যের পরিবর্তন চাই, এলাকার উন্নয়ন চাই। যদি আওয়ামীলীগের প্রার্থী বিজয়ী না হয় তাহলে উন্নয়ন স্থবির হয়ে যাবে।

বিশেষ অতিথি লিয়াকত সিকদার বলেন, সেলিম রেজা লিপন মিয়া নির্বাচিত হলে নাগরিক সেবা আপনার দোড়গোড়ায় পৌঁছে যাবে। লিপন মিয়া নির্বাচিত হলে পৌর সুবিধা আপনাদের বাড়ি পৌঁছে দেবে।

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোশাররফ চৌধুরী, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি কলেজের সাবেক জিএস রাহাদুল আখতার তপন, পৌর যুবলীগের আহবায়ক মো. আহাদুল করিম, যুবলীগ নেতা মো. মাসুদ মোল্যা প্রমুখ।

এছাড়া পৌর শহরের জেলা পরিষদ মার্কেটে রাত ৮ টায় বোয়ালমারী ক্লাবের সদস্যদের সাথে লিয়াকত সিকদার এক নির্বাচনী মতবিনিময় সভায় মিলিত হন।