ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের মুজুরদিয়া নামক স্থানে শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে একটি লোকাল বাস উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা ৬০ জন যাত্রী মারাত্মক আহত হয়।
আহতদের বোয়ালমারী স্টেশনের ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. ওহিদুজ্জামান খান সাইফুল জানান, বোয়ালমারী থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস (ফরিদপুর-ব ১১-০০০৬) মুজুরদিয়া ব্রীজে ওঠার সময় মাঝকান্দি থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-চ ৫১-৪০৯৬) একটি মাইক্রো বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসে থাকা ৬০ জন যাত্রী মারাত্মক আহত হয়।
আহতদের মধ্যে কিছু লোককে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হয়েছে আর কিছু লোককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় বাসে থাকা সবাই মারাত্মক আহত হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ মারা যাওয়ার কোন খবর পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :