বোয়ালমারীতে ভিজিডি কার্ড বিতরণ


মো: রেজাউল করিম (রেজা), ফরিদপুর প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২১, ১২:১০ অপরাহ্ন / ২৩৪
বোয়ালমারীতে ভিজিডি কার্ড বিতরণ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের অসহায ও দরিদ্রর ১৯০ টি পরিবারের মধ্যে ভিজিডি কার্ড বিতরণ করা হয়।

বুধবার (২৭ জানুয়ারী) চতুল ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্ডগুলো বিতরণ করা হয়েছে।

চতুল ইউনিয়ন চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন, ইউনিয়নের ১৯০টি অসহায় ও দুস্থ্য পরিবারের মধ্যে ভিজিডির কার্ড বিতরণ করা হয়েছে। প্রতিটি কার্ডধারীকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। কার্ডধারীরা ২ বছর যাবৎ চাল পাবে।

অনুষ্ঠানে পরিষদের সচিব মো. জাফর মোল্যা, ইউপি মেম্বর খন্দকার আসাদ, মো. ওহিদ, মনির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।