বোয়ালমারীতে সেলিমুজ্জামান সেলিমের আলোচনা সভা


মোঃ রেজাউল করিম (রেজা), ফরিদপুর প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৭:৪৫ পূর্বাহ্ন / ২৩৫
বোয়ালমারীতে সেলিমুজ্জামান সেলিমের আলোচনা সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১১নং গুনবহা ইউনিয়ন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশি বিশিষ্ট সমাজ সেবক সাবেক ছাত্র নেতা সেলিমুজ্জামান সেলিমের নির্বাচন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় হরিহরনগর দিঘির পাড়া এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৯ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ও সাবেক মেম্বার সাহেব আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিমুজ্জামান (সেলিম), মুন্জু হোসেন, আক্কাচ মোল্যা, রাইহান মাতুব্বর, সাইফার মাতুব্বর।

অনুষ্ঠান পরিচালনা করেন গুনবহা ইউনিয়ন আ’লীগ যুগ্ম সাধারন সম্পাদক মো. জাকির হোসেন বাবলু।

সেলিমুজ্জামান সেলিম বলেন, আমি বিগত দিনে ইউনিয়নবাসির পাশের থেকে সেবা করে আসছি। আগামিতেও ইউনিয়নবাসির পাশে থেকে সেবা করে যাব।