বোয়ালমারীর মেয়র সেলিমের নেতৃত্বে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধাঞ্জলি


সংবাদদাতা, বোয়ালমারী (ফরিদপুর) প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২১, ১১:৪৫ পূর্বাহ্ন / ১৫৫
বোয়ালমারীর মেয়র সেলিমের নেতৃত্বে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধাঞ্জলি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার নবনির্বাচিত মেয়র সাংবাদিক সেলিম রেজা লিপন মিয়ার নেতৃত্বে পৌরসভার নির্বাচিত কাউন্সিলরগণ গোপালগঞ্জের টুংগিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

বুধবার (২০ জানুয়ারী) দুপুরে তারা শ্রদ্ধা জানিয়ে পরে জাতির জনকের মাজার জেয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিল গোপালগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, বোয়ালমারীর পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, ১ নং ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব মিয়া, ২ নং ওয়ার্ড কাউন্সিলর  জমির আলী শেখ,  ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক,  ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সামাদ খান, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মমিন খান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মৃধা।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর সৈয়দ মাসুদা আক্তার রুমা (১,২ ও ৩ নং ওয়ার্ড), হোসনেয়ারা হেনা (৪,৫ ও ৬ নং ওয়ার্ড)।