ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ৩নং ওয়ার্ডের কমিশনার আজিজুল হক। তার ওয়ার্ডে মোট প্রার্থী ছিলেন ৩ জন। তিন জনের মধ্যে আজিজুল হক ১হাজার ৮ ভোট বেশি পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন।
শনিবার (১৬ জানুয়ারী) এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
অন্যান্য ওয়ার্ডে সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, ১নং ওয়ার্ডে বিপ্লব মিয়া ৬৭৫, ২নং ওয়ার্ডে জমির আলী শেখ ১ হাজার ৮৩, ৩নং ওয়ার্ডে আজিজুল হক ১৪শ’ ৮২, ৪নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর হোসেন ১২শ’ ৮৬, ৫ নং ওয়ার্ডে মিজানুর রহমান ৭৯৭, ৬নং ওয়ার্ডে সামাদ খান ৯শ ৭২, ৭নং ওয়ার্ডে মো. মমিন খান ১১শ’১, ৮নং ওয়ার্ডে রুহুল আমিন মৃধা ৬শ’ ৫১।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১, ২ ও ৩নং ওয়ার্ডে সৈয়দ মাসুদা আক্তার রুমা ২৬শ’৫২, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে হোসনেয়ারা হেনা ২ ‘শ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ রির্পোট লেখা পর্যন্ত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলরের ভোটের হিসাব পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :