ব্রাজিলে সেতু থেকে বাস পড়ে নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২০, ৬:৪৩ পূর্বাহ্ন /
২৯০
ব্রাজিলে ১৫ মিটার উঁচু সেতু থেকে এক যাত্রীবাহী বাস নিচে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের মিনাস গেরাইসে এই ঘটনা ঘটে। উদ্ধারকর্মীদের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান আরও ৫ জন। খবর সিনহুয়ার
খবরে বলা হয়েছে, ১৭ জনের মৃত্যু ছাড়াও অন্তত ২৭ জন গুরুতর আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সেতু থেকে বাসটি পড়ে যাওয়ার সময় চালক লাফ দিয়ে পালিয়ে যায়। তাদের প্রাথমিক ধারণা, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে গেছে। এ ঘটনার তদন্ত চলছে। চালককে খোঁজা হচ্ছে।
আপনার মতামত লিখুন :