ভারতে অগ্নিকাণ্ডে রোহিঙ্গা শরণার্থী শিবির পুড়ে ছাই


আন্তর্জাতিক ডেস্ক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৪, ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ন / ৪৬৫
ভারতে অগ্নিকাণ্ডে রোহিঙ্গা শরণার্থী শিবির পুড়ে ছাই

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণের মদনপুর খাদর এলাকায়তে ভয়াবহ অগ্নিকাণ্ডে রোহিঙ্গা শরণার্থীদের একটি শিবির পুড়ে ছাই হয়ে গেছে।

এই ঘটনায় ওই আশ্রয় শিবিরের শত শত রোহিঙ্গা বাস্ত্যুচুত হয়ে খোলা আকাশের নিচে রয়েছেন।

জানা যায়, শনিবার (১২ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ওই রোহিঙ্গা আশ্রয় শিবিরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো শিবিরে ছড়িয়ে পড়ে।

দিল্লির দক্ষিণের মদনপুর খাদর এলাকায় রোহিঙ্গাদের জীর্ণশীর্ণ ওই আশ্রয় শিবিরে ৫৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৮ সালেও  ওই রোহিঙ্গা আশ্রয় শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।