ঠাকুরগাঁওয়ে ‘দিলখুশ’ নামক ভারত থেকে আসা মাদকদ্রব্যসহ রাবিনুর রহমান (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে প্রায় ১০ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সোমবার (১৮ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠক এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার বলেন, রাবিনুরসহ তার সহযোগীরা মিলে চোরাই পথে ভারত থেকে এ মাদকদ্রব্যগুলো নিয়ে আসতেন। এর মধ্যে ভারত থেকে চোরাই পথে আসা দিলখুশ নামে নতুন মাদকটি জেলায় এই প্রথম জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তির কাছে মাদকদ্রব্য ছাড়াও ভারতীয় মুদ্রা পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ, বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির প্রমুখ।
আপনার মতামত লিখুন :