মদনে শিক্ষকের দাদন কারবার


সংবাদদাতা, মদন (নেত্রকোনা) প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২১, ২:১৫ অপরাহ্ন / ৪২৬
মদনে শিক্ষকের দাদন কারবার

নেত্রকোনা জেলার মদনে এক শিক্ষক দীর্ঘদিন ধরে দাদনের কারবারে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ। তার কাছে নি:স্ব হয়েছেন অনেকে। রেহায় পায়নি জাতির রত্ন বীর মুক্তিযোদ্ধার পরিবারও। বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর কাছ থেকে সুদের টাকা আদায় করলেও চেকবই ফেরত দিচ্ছেননা বলে অভিযোগ উঠেছে।

এব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মৃত আরজু মিয়ার স্ত্রী আনন্দ আক্তার উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কমান্ডারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার নায়েকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আরজু মিয়ার স্ত্রী আনন্দ আক্তার জরুরী প্রয়োজনে মনিকা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের কাছে মুক্তিযোদ্ধা ভাতার চেকবই জমা রেখে সুদে ১ লাখ টাকা  নেন। এতে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ২ বছরে সুদে আসলে পরিশোধ হবে। কিন্তু ৭ বছর অতিবাহিত হওয়ার পরেও মুক্তিযোদ্ধার স্ত্রীকে চেকবই ফেরত দিচ্ছেননা শিক্ষক মো. সিরাজুল ইসলাম। চেকবই ফেরত চাইলে বিভিন্ন সময় হুমকি ধমকি দিচ্ছেন বরে অভিযোগ করেন আনন্দ আক্তার।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন জানান,বিষয়টি খুবই নিন্দনীয়। একজন শিক্ষক এধরনের নোংরা কাজে কোনোভাবেই জড়িত হতে পারেন না।

প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা মৃত আরজু মিয়ার স্ত্রী আনন্দ আক্তার খালেক মিয়াকে সাথে নিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা সুদে নেয়। এখনো তার টাকা পরিশোধ হয়নি। টাকা চাইলে নানা তালবাহানা করছে।

সোনালী ব্যাংক মদন শাখার ব্যবস্থাপক নিরাময় সরকার জানান, অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবটি লিয়েন করা হয়েছে। ভাতাভোগী ছাড়া অন্য কেউ টাকা তুলতে পারবেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।