মধুপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা


সংবাদদাতা, টাঙ্গাইল প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২১, ১১:৪২ পূর্বাহ্ন / ১৯২
মধুপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার পুন্ডুরা (পূর্বপাড়া) এলাকায় শারমীন সুলতানা মীম নামের এক কলেজছাত্রী গলায় ফাস দিয়ে আত্নহত্যা করেছেন।
রবিবার (১৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটেছে। আত্নহত্যাকারী মীম ওই এলাকার মৃত মোনছের আলীর মেয়ে। নিহত মীম মধুপুর শহীদ স্মৃতি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহত মীমের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মীমের মা (শরিফা বেগম) মীমকে বাড়ীতে রেখে মীমের ভাই (তাওহীদ) এর জন্য খাবার নিয়ে পার্শ্ববর্তী একটি নুরানী মাদরাসায় যান। মাদরাসায় থেকে এসে দেখেন মীমের ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরেও কোন সাড়া না পেয়ে পাশের রুম দিয়ে ছাদে উঠে সিলিং ভেঙ্গে দেখেন ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছেন।
মা ও নানীসহ প্রতিবেশীরা দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে মীমকে উদ্ধার করলেও ততক্ষণে সে মারা যান।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল ও তদন্ত কর্মকর্তা (এসআই) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ উপপরিদর্শক (তদন্ত কর্মকর্তা) তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা যায় কলেজ ছাত্রীটি আত্নহত্যা করেন। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি।