মনোনয়নপত্র জমা দিলেন কাউন্সিলর প্রার্থী রুমা


মোঃরেজাউল করিম রেজা, বোয়ালমারী (ফরিদপুর) প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২০, ১:২৪ অপরাহ্ন / ২২০
মনোনয়নপত্র জমা দিলেন কাউন্সিলর প্রার্থী রুমা

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার (১.২.৩) সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সৈয়দা মাকসুদা আক্তার রুমা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা নির্বাচন অফিসে উপস্তিত হয়ে সহকারী রিটানিং কর্মকর্তা এবিএম আজমল হোসেনের নিকট মনোনয়ন পত্র জমা দেন।

আগামী (১৬জানুয়ারী) বোয়ালমারী পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সৈয়দা মাকসুদা আক্তার রুমার নির্বাচনী এলাকায় খোজ নিয়ে জানা যায়, তিনি নতুন প্রার্থী হলেও ভোটারদের মাঝে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। সৈয়দা মাকসুদা আক্তার রুমা বিগত দিনে নির্বাচনী এলাকার জনসাধারণের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বিপদে আপদে কাজ করে আসছেন। যে কারনে ভোটারদের মনে ঠাই করে নিয়েছেন।

একাধিক ভোটার জানান, বিগত দিনে আমাদের বিপদে আপদে পাশে থেকে সাহায্যে সহযোগিতা সহ সব ধরনের উন্নয়ন মূলক কাজে তাকে আমরা পাশে পেয়েছি। যার কারনে আশা করি এই প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে।