নরসিংদীর মনোহরদী উপজেলা প্রেসক্লাবে উপহার হিসেবে বিভিন্ন আসবাবপত্র দিয়েছেন মনোহরদী পৌরসভার সাবেক মেয়র ডাক্তার আবদুল খালেকের লন্ডন প্রবাসী ছেলে রাকিব রহমান।
সম্প্রতি আসবাবপত্র গুলো উনার নিজস্ব লোক মারফত উপজেলা প্রেসক্লাবে পৌঁছে দেন।
আসবাবপত্র গুলোর মধ্যে আছে- ৫টি ইজি চেয়ার, ১টি বড় মিটিং টেবিল, ১টি আলমারি, ১টি বুক সেলফ, ২টি ছোট ডেক্স টেবিল, ১টি কম্পিউটারসহ অফিসে ব্যবহার উপযোগী প্রয়োজনীয় বিভিন্ন আসবাবপত্র।
উপজেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি কাজী শরিফুল ইসলাম সাকিল ও সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা উপহার সামগ্রী গ্রহণ করেন।
এসময় উপজেলা প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি কাজী শরিফুল ইসলাম সাকিল জানান, সাংবাদিকতা হলো রাষ্ট্রের চতুর্থ শক্তি। এই মহান পেশায় নিয়োজিত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে চলতি মাসের প্রথম দিনেই কমিটি গঠন করার মাধ্যমে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হওয়ায় সবাই খুশি। অনেকে খুশি হয়ে প্রেসক্লাবের জন্য বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করছেন। আমরা তাদের প্রতি ধন্যবাদ কৃজ্ঞতা জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :