ময়মনসিংহের ফুলপুরে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি, এটি হত্যাকান্ড।
সূত্র জানায়, ২মাস আগে উপজেলার সদর ইউনিয়নের নগুয়া গ্রামের হাছেন আলীর ছেলে হানিফের সাথে হালুয়াঘাটের ধারা ইউনিয়নের কয়রাহাটি গ্রামের মুকসেদুলের মেয়ে সাদিয়ার বিয়ে হয়। বিয়ের সময় যৌতুকের কোনো কথা না থাকলেও সোমবার হানিফ তার বিয়ের ঘটক হারুনকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে ২ লাখ টাকা যৌতুক দাবি করে। একপর্যায়ে ঘটক হারুন চলে যায়।
এদিকে, পরদিন মঙ্গলবার দুপুরের আগে সাদিয়ার এক বান্ধবী সাদিয়ার পরিবারকে মৃত্যুর খবর জানায়।
সাদিয়াকে মেরে ঘরে ফ্যানের সাথে টানিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে বলে সাদিয়ার পরিবার অভিযোগ করে বলেন, সকালের দিকে এ ঘটনা ঘটলেও জামাই বাড়ির কেউ সাদিয়ার বাড়িতে খবর দেয়নি।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, সাদিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য উদঘাটন হবে। এ ব্যাপারে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :