ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাসিন্দা বাসু দাস কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কুরুচিপূর্ণ ও মা আয়েশাকে (রা.) নিয়ে অশ্লীল মন্তব্যের প্রতিবাদ এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।
মঙ্গলবার (২৬ মার্চ) বাদ জোহর ইসলামী আন্দোলন তজুমদ্দিন শাখার আয়োজনে শশীগঞ্জ উত্তর বাজার জামে মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে ডাকবাংলোর সামনে এসে শেষ হয়।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী আনন্দোলন তজুমদ্দিন উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশিদ, লালমোহন উপজেলা সভাপতি মাওলানা রাশেদুল ইসলামসহ আরও অনেকে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :