মহেশখালীতে প্যারাবন কেটে চিংড়ি ঘের


সংবাদদাতা, মহেশখালী (কক্সবাজার) প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২১, ৫:১৪ পূর্বাহ্ন / ১৫৮
মহেশখালীতে প্যারাবন কেটে চিংড়ি ঘের

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে প্যারাবন কেটে চিংড়ি ঘের নির্মাণ করছে একটি প্রভাবশালী চক্র। স্থানীয় প্রভাবশালী মহল বনবিভাগের সৃজিত প্যারাবন কেটে এ ঘের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

জানা গেছে,সরকারি বন বিভাগের জমি দখল করে এমন ঘের নির্মাণের সংবাদে অভিযান চালায় উপকূলীয় বন বিভাগ। বন বিভাগের লোকজন ঘের নির্মাণকারীদের বাঁধা দিতে গেলে উপজেলার শাপলাপুর জেএমঘাট উপকূলীয় বনকর্মীদের সাথে ঘের মালিকদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছে।

জানা যায়, শাপলাপুর বেঁড়িবাধের লাগোয়া প্যারাবন কেটে মুকবেকি স্লুইচ গেইট থেকে দিনেশপুর স্লুইচ গেইট পর্যন্ত অন্তঃত ১৫ টি চিংড়ি ঘের নির্মাণ করেছে ক্ষমতাসীনদলের নেতারা।

এসব চিংড়ি ঘেরের পানি চলাচলের পাকা পল-বোড উচ্ছদ করতে গিয়ে ঘের মালিক ফিরোজ ও মাহামদ্দের সাথে জেএমঘাট উপকূলীয় বনকর্মীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা।

শাপলাপুর জেএমঘাট উপকূলীয় বনবিট কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, গুলি বিনিময়ের ঘটনা ঘটেনি। তবে বনবিভাগের জায়গা দখল করে চিংড়ি ঘের তৈরি করায় উক্ত ঘেরের পলবোট গুড়িয়ে দেওয়া হয়েছে।