মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের নির্বাচন বন্ধে ষড়যন্ত্র


সংবাদদাতা, মহেশখালী (কক্সবাজার) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২১, ৯:০৩ পূর্বাহ্ন / ১৬৩
মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের নির্বাচন বন্ধে ষড়যন্ত্র

কক্সবাজারের মহেশখালী উপজেলার সাগর তীরবর্তী এলাকা ধলঘাটা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করে পিছিয়ে ফেলার কৌশলে মাঠে নেমেছেন স্থানীয় কুচক্র মহল। ওয়ার্ড পুনঃগঠনের নামে নির্বাচন বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন জনসাধারণের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৭ টার সময় ধলঘাটা সুতুরিয়া ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলণায়তনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাফেজ আব্দুল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে ধলঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক মেম্বার মোহাম্মদ বদিউল আলমের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল আলম মনির পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশি বখতিয়ার আলম।

বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেলিম রেজা, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ বাবুল, আওয়ামী লীগ নেতা মাস্টার মনু, সাবেক মেম্বার মোক্তার আহমদ, ৯ ওয়ার্ড যুবলীগ সভাপতি মিন্নাত আলী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রাহমত আলী ও সাধারণ সম্পাদক আবুল কাশেম (হিরু), ৯নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোক্তার আহমদ, ছাত্রনেতা মোহাম্মদ আজিজ, সাবেক মেম্বার আব্দুল আজিজ, ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোছাইন (বাপ্পি), আবু ছৈয়দ (পঙ্গু) প্রমূখ।

বক্তরা বলেন, ধলঘাটায় শাসনকার্যে ব্যঘাত ও উন্নয়নের নামে লোপাট দৃশ্যমান। প্রধানমন্ত্রীর চলমান প্রকল্পে উন্নয়ন বাধাগ্রস্ত করতে ৩,৪ ও ৮ নং ওয়ার্ড পুনঃ গঠনের নামে নির্বাচন বানচালের নীল নকশায় নেমেছে একটি চক্র। জনগণ সঠিক সময়ে নিবার্চন চায়।

এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শত শত লোকজনের সমাগমে প্রতিবাদ সমাবেশস্থল কাণায় কাণায় ভরে উঠে।

প্রধান অতিথি বখতিয়ার আলম বর্তমান চেয়ারম্যান কামরুল হাসানকে ইঙ্গিত করে বলেন, নির্বাচন বন্ধের পাঁয়তারা করে কোন লাভ হবেনা। জনগন আপনাকে প্রত্যাোন করেছে। তিনি সুখে দুঃখে ধলঘাটাবাসির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশি বলে জানান।