মাদারীপুরে সংঘর্ষ : চেয়ারম্যানসহ ২১ জন কারাগারে


সংবাদদাতা, মাদারীপুর প্রকাশের সময় : জুন ৩০, ২০২১, ১২:০৮ অপরাহ্ন / ২২৫
মাদারীপুরে সংঘর্ষ : চেয়ারম্যানসহ ২১ জন কারাগারে

মাদারীপুরের রাজৈর উপজেলায় দুইপক্ষের সংঘর্ষ ঘটনায় এক ইউপি চেয়ারম্যানসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খাল ভরাট করে আশ্রয়ণ প্রকল্প করাকে কেন্দ্র করে ১৮ জুন উপজেলার আমগ্রাম ইউনিয়নের পশ্চিম আমগ্রাম এলাকাবাসীর সাথে ইউপি চেয়ারম্যানের লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিয়ন পরিষদ ভাঙচুরের ঘটনাও ঘটে।

এতে বিচরন বাড়ৈ নামে এক কৃষককে মারধরের ঘটনায় তার বড় ভাই বিজয় বাড়ৈ একটি হত্যা চেষ্টা মামলা করেন।

ইউনিয়ন পরিষদ ভাঙচুর ও পুলিশের উপর হামলা হয়েছে উল্লেখ করে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে।

এছাড়া চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুও রাজৈর থানায় লিখিত অভিযোগ করেন।

সেই মামলায় মঙ্গলবার দিবাগত রাতে চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজৈর থানা ওসি শেখ সাদী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

বিজয় বাড়ৈর করা হত্যাচেষ্টার মামলায় মঙ্গলবার রাতে পুলিশ আমগ্রামের ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুসহ ২১ জনকে গ্রেফতার করে।

বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের মামলা ও চেয়ারম্যান টিপুর অভিযোগ তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি।