কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য ইসলামি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘মা’হাদ আন-নিবরাস’ পরিদর্শন করেছেন ‘ঢাকা দারুল আজহার মডেল মাদরাসা’র পরিচালক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার।
তিনি উত্তরা প্রধান শাখাসহ দেশের বিভিন্ন জেলায় অবস্থিত তেরোটি শাখার প্রধান পরিচালক। তিনি মা’হাদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক মিলনায়তনে আসাতেযায়ে কেরামের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়ে শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।
মা’হাদ আন-নিবরাসের পরিচালক মাওলানা জিয়াউল হকের সভাপতিত্বে মতবিনিময় সভার সঞ্চালনা করেন শিক্ষাপরিচালক মাওলানা ইবরাহিম খলিল।
প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করেন সহকারী পরিচালক মাওলানা আনসারুল্লাহ।
সভায় হযরত মুহতারাম আসাতেযাদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাগিদ দেন: ০১. মাদরাসায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের কদর করা। ০২. প্রতিটি শিক্ষার্থীর সারসংক্ষেপ শিক্ষকের ডাইরিতে লিপিবদ্ধ রাখা। ০৩. ফলাফল নির্ভর না হয়ে মূল বিষয়াদি সম্পর্কে জ্ঞানদান করা। ০৪. পূর্ণ ইখলাস ও রেজায়ে মাওলার নিয়তে পাঠদান করা। ০৫. শিক্ষার্থীদের A+ নির্ভর না করে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা। ০৬. স্নেহশীল পরিবেশে পাঠদান অব্যাহত রাখা। ০৭. শাস্তির বিষয়টি পরিচালকের ওপর ন্যস্ত করা। ০৮. নিজেকে শিক্ষার্থীর কল্যাণকামী হিসেবে উপস্থাপন করে, তাঁর মনে প্রতিষ্ঠা পাওয়া। ০৯. নিজ দায়িত্ব আমানতের সাথে পালন করা, যাতে পরিচালক মহোদয় ভারমুক্ত হয়ে ফিকির করার সুযোগ পায়।
মতবিনিময় সভায় মা’হাদের বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। সবশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :