মিরসরাইয়ে ব্র্যাক ব্যাংকের মতবিনিময় সভা


এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রকাশের সময় : মে ১১, ২০২৪, ৩:৪৩ অপরাহ্ন /
মিরসরাইয়ে ব্র্যাক ব্যাংকের মতবিনিময় সভা

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রবাসী পরিবার একাউন্টের সুবিধা বিষয়ক মতবিনিময় সভা ও রেমিট্যান্স ড্রিম ক্যাম্পেইন ২০২৩ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মে) ব্র্যাক ব্যাংক বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং আউটলেটে শতাধিক গ্রাহকের অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বিভাগের চট্টগ্রাম রিজিওন টিম লিড কফিল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের রিজিওনাল প্রধান (এসএমই) এএইচএম মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম বিভাগের রিজিওনাল ক্রেডিট প্রধান (এসএমই) বিশ্বজিৎ দাস, রিজিওনাল কো-অর্ডিনেটর চট্টগ্রাম ডিভিশন (এজেন্ট ব্যাংকিং বিভাগ) কামরুল হাসান, টেরিটরি ম্যানেজার হাটহাজারী (এসএমই) সাইফুল ইসলাম, দাগনভূঁইয়া এজেন্ট এজেডএম সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।

বক্তারা ব্যাংকের নতুন একটি পরিসেবা প্রবাসী পরিবার একাউন্টের সুযোগ-সুবিধা ও একাউন্টের বিপরীতে ঋণ সহায়তারসহ বিভিন্ন সেবার বিষয় নিয়ে আলোকপাত করেন।

বক্তারা বলেন, বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং আউটলেট বরাবরই তার সুনামের সাথে গ্রাহক সেবা দিয়ে আসছে। এই সেবার পরিধি আরো বিস্তর হবে এমন আশা সকলের।

এসময় উপস্থিত ছিলেন বিডিএম (বারইয়ারহাট এসএমই) আবদুর রাজ্জাক, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ দিদারুল আলম, রাজু কুমার দে, শাফায়েত মেহেদী, এজেন্ট রিলেশনশীপ অফিসার সৈয়দ সাদমান আবেদীন, ইয়াছিন আরাফাত সোহাগ, মনজুরুল ইসলাম প্রমুখ।

ব্র্যাক ব্যাংক রেমিট্যান্স ড্রিম ক্যাম্পেইন-২০২৩ এর আওতায় মে-জুন মাসে সরাসরি ব্র্যাক ব্যাংকের একাউন্টে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে এ ক্যাটাগরিতে বিজয়ী হন মনজুরুল ইসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।