মিরসরাইয়ে ৪০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার


মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৪, ৮:২০ অপরাহ্ন /
মিরসরাইয়ে ৪০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মিরসরাইয়ের জোরারগঞ্জে ৪০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দিবাগত রাতে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে অভিযান চালিয়ে মজুয়েল হোসেন (২৭) ও শাহাদাত হোসেন (২০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ হাজার টাকা। এছাড়াও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।

ওসি আরও বলেন, এই ঘটনায় গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শুক্রবার (০৬ ডিসেম্বর) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।