টাঙ্গাইলের মির্জাপুরে এক অবৈধ মাটি ব্যবসায়ীকে আর্থিক ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে মির্জাপুর উপজেলার চানপুর এলাকায় অভিযানকালে এই জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।
জানা গেছে, মির্জাপুরের বিভিন্ন এলাকায় ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে নদীর কিনারা এবং ফসলী জমির ক্ষতি করছেন মাটি ব্যবসায়ীরা। এমন সংবাদ পেয়ে মির্জাপুরের এসিল্যাণ্ডের নেতৃত্বে চানপুর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে মির্জাপুরের গোড়াই খামারপাড়া গ্রামের রহিজ উদ্দিন সরকারের ছেলে মাটি ব্যবসায়ী নজরুল ইসলামকে আর্থিক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মির্জাপুর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :