মুক্তি পাচ্ছে ‘চেয়ারম্যানের পোলা’


বিনোদন ডেস্ক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২১, ১০:০৬ পূর্বাহ্ন / ৬৭৫
মুক্তি পাচ্ছে ‘চেয়ারম্যানের পোলা’

বিশ্ব ভালোবাসা দিবস ২০২১ উপলক্ষে স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান শেকড় মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হবে বিশেষ নাটক ‘চেয়ারম্যানের পোলা’। চমৎকার একটি গল্প দিয়ে সাজানো হয়েছে নতুন এই নাটকটি।

আবুল হুসাইন মাহমুদ এর গল্প রচনায় ও পরিচালনায় নতুন এই নাটকে অভিনয় করেছেন তামিম খন্দকার, আদ্রিতা আরোহী তিথি, হোসাইন সাইদী, হারুন রশিদ, ফৌজিয়া আক্তার রিচি প্রমুখ।

‘চেয়ারম্যানের পোলা’ শিরোনামের নতুন এই নাটকটির সিনেমাটোগ্রাফি করেছেন রানা শেখ। সম্পাদনা ও রং বিন্যাসে টি ডি দিপক। পোস্টার ডিজাইন করেছেন মোহাম্মদ খায়ের।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি নাটকটি শেকড় মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।