কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে বর্বরোচিত হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ জানিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষকরা।
বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়’৭১ এর সামনে অবস্থান নিয়ে তারা এমন অভিনব প্রতিবাদ জানান।
এদিকে এদিন শিক্ষার্থীদের দুপুর আড়াইটার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দিয়েছে মাভাবিপ্রবি প্রশাসন। তবে এই নির্দেশনা প্রত্যাখ্যান করে দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় তারা ‘হল ছাড়ার নির্দেশ মানিনা মানবো না’ স্লোগান দিতে থাকেন।
আপনার মতামত লিখুন :