মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতি’র নির্বাচন সম্পন্ন


সংবাদদাতা, মুন্সিগঞ্জ প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২১, ৫:৪৬ পূর্বাহ্ন / ৩৯৪
মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতি’র নির্বাচন সম্পন্ন

মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২১-২০২২ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থীত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী ২৩০ ভোট পেয়ে সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী এডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন সাধারণ সম্পাদক পদে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। সমিতির মোট ৩৮৪ জন ভোটের মধ্যে ৩৭৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট মো হাসান মৃধা (২৮১) ও এডভোকেট মো হালিম ব্যাপারী (১৬১)।

অন্যান্য নির্বাচিতরা হলেন- সহ-সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম খান, লাইব্রেরি সম্পাদক এডভোকেট মো দেলোয়ার হোসেন তুহিন, দপ্তর সম্পাদক এডভোকেট প্রণয় চাক্রবর্তী, কোষাধ্যক্ষ এডভোকেট হাফিজুর রহমান, ধর্ম বিষয়ক ও সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট মোঃ বেলায়েত হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মো আারফান সরকার খোকন।

কর্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন- এডভোকেট জাহাঙ্গীর আলম, এডভোকেট মোঃ হাবীবুর রহমান হাবিব, এডভোকেট মেহেদী হাসান শাহবাৎ, এডভোকেট প্রদীপ পাল, এডভোকেট  ফিরোজ মিয়া।