মুন্সীগঞ্জে টাকা ও গহনা নিয়ে গৃহবধূ উধাও


মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৮, ২০২৪, ৩:২১ অপরাহ্ন /
মুন্সীগঞ্জে টাকা ও গহনা নিয়ে গৃহবধূ উধাও

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে উধাও হয়েছেন মুক্তা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ।

মঙ্গলবার (১৮ জুন) সকালে এব‌্যাপারে সিরাজদিখান থানায় অভিযোগ করেছেন গৃহবধূর স্বামী মোজ্জাম্মেল হোসেন। গত ২০ এপ্রিল বিকালে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, প্রায় দশ বছর আগে উপজেলার পশ্চিম ব্রজেরহাটী গ্রামের মৃত জমসের মিয়ার ছেলে মো. মোজ্জাম্মেল হোসেনের সঙ্গে লৌহজং উপজেলার নওপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন শেখের মেয়ে মুক্তা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামীর সঙ্গে বিরোধ। তাদের একটি ছেলে সন্তান আছে।

সূত্র জানায়, মুক্তা দুই মাস আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। সম্প্রতি মোজ্জাম্মেল স্ত্রীর সঙ্গে দেখা করতে কর্মস্থল থেকে শ্বশুর বাড়িতে যান। সেখানে তার স্ত্রীকে না পেয়ে তিনি শাশুড়ির কাছে মুক্তা কোথায় জানতে চান। শাশুড়িসহ শ্বশুরবাড়ির লোকজন বলে- মুক্তা তোমাদের বাড়িতে আর যাবে না, তার সঙ্গে তোমার আর দেখা হবে না, তুমি আর এ বাড়ি আসবে না।

মোজ্জাম্মেল বলেন, বাড়ি থেকে ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে উধাও হন মুক্তা। তার সঙ্গে থাকা মোবাইল ফোন নম্বরও বন্ধ রয়েছে। এরআগে মুক্তা তার চাচাতো ভাইয়ের সঙ্গে চলে গিয়েছিল। পাঁচদিন পর ফিরে আসে।

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম সুমন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী মোজ্জাম্মেল হোসেন।