মেহেরপুরে ২০১৩ সালের মামলায় জামায়াত-শিবিরের ২’শ নেতাকর্মী খালাস


নিজস্ব প্রতিবেদক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৪, ১০:২০ অপরাহ্ন /
মেহেরপুরে ২০১৩ সালের মামলায় জামায়াত-শিবিরের ২’শ নেতাকর্মী খালাস

মেহেরপুরে ২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা এক মামলায় জামায়াতের ২’শ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (০৪ নভেম্বর) দুপুরে মেহেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবুবকর সিদ্দিক এ আদেশ দেন।

এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মুকুল, পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল বাশার, গাংনী পৌর জামায়াতের সাবেক আমির আব্দুল মজিদসহ ২’শ নেতাকর্মী আদালতে উপস্থিত ছিলেন। আদালত মামলার রায়ে সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।

আব্দুর রউফ মুকুল বলেন, পতিত হাসিনা সরকারের ১৬ বছরে নেতাকর্মীদের নামে  ৮৬টি মামলা করা হয়েছিল। এই মামলাসহ ১১টি মামলায় খালাস পেয়েছি। অন‌্যান‌্য মিথ্যা মামলা থেকেও নেতাকর্মীরা দ্রুত খালাস পাবেন বলে আশা করি।