ময়মনসিংহে টিসিবি’র ১৫০ বস্তা চিনিসহ গ্রেপ্তার ১


সংবাদদাতা, ময়মনসিংহ প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২০, ৮:১৩ পূর্বাহ্ন / ২৩৭
ময়মনসিংহে টিসিবি’র ১৫০ বস্তা চিনিসহ গ্রেপ্তার ১

ময়মনসিংহে র‌্যাব-১৪ অভিযানে টিসিবি’র ১৫০ বস্তা চিনি উদ্ধার করেছে। এসময় একজনকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহ র‌্যাবের উপ-অধিনায়ক মেজর মোঃ ফজলে রাব্বি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে ময়মনসিংহ নগরীর খাগডহর সিএমবি মোড় এলাকায় মেসার্স বারি স্টোরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত টিসিবি’র ১৫০ বস্তা চিনি উদ্ধার করে। অবৈধ মজুদ করার দায়ে আব্দুল বারী (৭০) নামে একজন ডিলারকে গ্রেপ্তার করে। সে গফরগাঁওয়ের সোল হাসিয়া গ্রামের মিয়া বক্সের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডিলার আব্দুল বারী ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ডিলার দীর্ঘদিন ধরে টিসিবি’র নিয়ম নীতি না মেনে নিত্য প্রয়োজনীয় টিসিবি’র পণ্য বেশী লাভের আশায় মজুদ রেখে বিক্রি করতো। এরই ধারাবাহিকতায় সিএমবি মোড়ে ভাড়া বাসায় ও দোকানে চিনি অবৈধভাবে মজুদ রেখে কালোবাজারি করে বিক্রির জন্য রেখেছিলো। উদ্ধারকৃত চিনি জব্দ করে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।